প্রাকৃতিক ভাবে কীটপতঙ্গ দমন!

বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে প্রায় চল্লিশ হাজার প্রজাতির মতো কীটপতঙ্গ রয়েছে! এতো বিশাল প্রজাতি হলে কি হবে, তারা সবাই কিন্তু বিনাশী নয়, তাদের মাঝে প্রায় দশ হাজার প্রজাতি রয়েছে যারা আমাদের উপকার করে! এককথায় তারা না থাকলে হয়তো আমাদের বেচে থাকাটাই দায় হতো !! এদের মধ্যে অন্যতম হলো লেডি বিটলস এবং লেইসিংস এই দুটি পোকা। এফিড ও মাইটের মতো শোষক পোকা খেয়ে তারা আমাদের বাগানে প্রাকৃতিক বালাই নাশকের ভুমিকা পালন করে । 
আপনার বাগানে তাদের তাদের আমন্ত্রণ জানান।তাহলে আপনাকে আর রাসায়নিক কোনো কীটনাশকের দিকে ঝুঁকতে হবে না, আপনার বাগানের উপকারী পোকাগুলিও ক্ষতিগ্রস্থ হবে না।এই “ভাল” পোকাগুলি পাওয়ার উপায় হলো নেকটারসমৃদ্ধ গাছ বাগানে রাখা। বাগানের গাছে প্রাকৃতিক মধু উপস্থিত থাকলে এরা এমনিতেই আপনার বাগানকে খুঁজে নিবে !!

সুগন্ধী ঔষধি গাছ লাগান

কিছু ঔষধি গাছ এত সুগন্ধযুক্ত যে তাদের গন্ধ এফিড ও মাইট সহ  অন্যান্য ক্ষতিকারক কীটকে সরিয়ে দেয় এবং এসব গাছ নেকটার সমৃদ্ধ রস নির্গত করে। ফলে লেডিবাগ সহ অনেক উপকারী পোকার আবির্ভাব ঘটে । বাগান জুড়ে এই ঔষধি গাছগুলি রোপণ করে প্রাকৃতিকভাবে পোকামাকড় প্রতিহত করতে পারেন।

ওরিগানো, পুদিনা,রোজমেরি এবং বাসিল এই জাতীয় ঔষধিগাছে রয়েছে পর্যাপ্ত নেকটার, যা আপনার বাগানে উপকারি পোকাগুকে আকৃষ্ট করবে এবং তাদের গন্ধ দিয়ে  অনেক ক্ষতিকারক পোকা  পোকামাকড় প্রতিহত করতে কার্যকর।

পুদিনা

পুদিনা হল আরও একটি সুগন্ধযুক্ত ঔষধি যা উপকারী পোকামাকড়কে আকর্ষণ করে। রোজমেরির মতো, পুদিনাতেও এক ধরণের তেল রয়েছে যা মাইট ও এফিডগুলি প্রতিহত করতে সহায়তা করতে পারে।

তুলসী

তুলসীর দৃঢ় সুগন্ধি এফিডগুলির ঘ্রাণগ্রাহী রিসেপ্টরগুলিকে ব্যাহত করে এবং একটি বিরক্তিকর প্রভাব ফেলে, যা আপনার বাগানকে এফিড ও মাইট মুক্ত রাখে। তুলসী কিছু মাইট প্রজাতির প্রতিরোধক হিসাবেও কাজ করে এবং এফিডগুলিকে কান্ড বা মূল থেকে রস চুষে নিতে বাধা দেয়।

রোজমেরি

রোজমেরি একটি খুব সুগন্ধযুক্ত ঔষধি যা মাইট ও এফিডগুলির প্রাকৃতিক শত্রুদের আকর্ষণ করতে পারে। রোজমেরিতেও এক ধরণের তেল থাকে যা নিঃসৃত হলে এফিডগুলিতে বিরূপ প্রভাব ফেলে।

Comments