Spider mites and Adeniums/ এডেনিয়াম ও ক্ষুদে মাকড়

এ্যাডেনিয়াম পালন করেন আর এই সমস্যার সম্মুখিন হননি, এমন কেও নেই। আজকে আমরা এই কমন সমস্যা নিয়ে আলোচনা করব। মাকড়সার মাইট টেট্রাঞ্চিডি পরিবারের অংশ। এগুলি এক ধরণের আরাকনিড (মাকড়সা) হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। স্পাইডার মাইট খুব ছোট এবং খালি চোখে দেখা কঠিন। একটি ম্যাগনিফাইং গ্লাস বা উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোস্কোপ দিয়ে সেগুলি খুঁজে পেতে পারেন। এগুলি বাদামী থেকে হলুদ থেকে সবুজ পর্যন্ত রঙের হয়। তাদের রঙ তাদের জীবনচক্র জুড়ে পরিবর্তিত হয়। বেশ কয়েকটি উপসর্গ রয়েছে যা অ্যাডেনিয়ামে মাইটের উপদ্রব নির্দেশ করে। এই লক্ষণগুলির মধ্যে অ্যাডেনিয়াম পাতার বিবর্ণতা বা ব্রোঞ্জিং অন্তর্ভুক্ত। এছাড়াও পাতা ঝলসে যেতে পারে। আপনার যদি বাজে মাকড়সা (মাইটের) উপদ্রব থাকে তবে আপনার পাতায় বা কান্ডে জাল দেখা দিতে পারেন। যদি এরকম বিবর্ন বা জাল দেখা যায়, তাহলে অবশ্যই সমস্ত পাতা কেটে দিতে হবে। কেটেফেলা পাতা অবশ্যই বাগানে রাখা যাবে না। বা কাছের কোন ডাস্টবিনে ফেলা যাবে না। আক্রান্ত গাছ অবশ্যই অন্যান্য গাছ থেকে দূরে রাখতে হবে। স্পাইডার মাইট সাধারনত গরম সময়ে এ্যাডেনিয়াম পাতার গোড়ায় বা শিরাগুলির কাছে ডিম পাড়ে। এর ডিমগুলো...