Posts

Showing posts from February, 2023

Spider mites and Adeniums/ এডেনিয়াম ও ক্ষুদে মাকড়

Image
এ্যাডেনিয়াম পালন করেন আর এই সমস্যার সম্মুখিন হননি, এমন কেও নেই। আজকে আমরা এই কমন সমস্যা নিয়ে আলোচনা করব। মাকড়সার মাইট টেট্রাঞ্চিডি পরিবারের অংশ। এগুলি এক ধরণের আরাকনিড (মাকড়সা) হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। স্পাইডার মাইট খুব ছোট এবং খালি চোখে দেখা কঠিন। একটি ম্যাগনিফাইং গ্লাস বা উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোস্কোপ দিয়ে সেগুলি খুঁজে পেতে পারেন। এগুলি বাদামী থেকে হলুদ থেকে সবুজ পর্যন্ত রঙের হয়। তাদের রঙ তাদের জীবনচক্র জুড়ে পরিবর্তিত হয়। বেশ কয়েকটি উপসর্গ রয়েছে যা অ্যাডেনিয়ামে মাইটের উপদ্রব নির্দেশ করে। এই লক্ষণগুলির মধ্যে অ্যাডেনিয়াম পাতার বিবর্ণতা বা ব্রোঞ্জিং অন্তর্ভুক্ত। এছাড়াও পাতা ঝলসে যেতে পারে। আপনার যদি বাজে মাকড়সা (মাইটের) উপদ্রব থাকে তবে আপনার পাতায় বা কান্ডে জাল দেখা দিতে পারেন। যদি এরকম বিবর্ন বা জাল দেখা যায়, তাহলে অবশ্যই সমস্ত পাতা কেটে দিতে হবে। কেটেফেলা পাতা অবশ্যই বাগানে রাখা যাবে না। বা কাছের কোন ডাস্টবিনে ফেলা যাবে না। আক্রান্ত গাছ অবশ্যই অন্যান্য গাছ থেকে দূরে রাখতে হবে। স্পাইডার মাইট সাধারনত গরম সময়ে এ্যাডেনিয়াম পাতার গোড়ায় বা শিরাগুলির কাছে ডিম পাড়ে। এর ডিমগুলো...

মিসু স্যূপ ও আমাদের সম্ভবনা !!

Image
মিসো স্যূপ ও আমাদের সম্ভবনা!!  আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল যে টোকিওর  তাপমাত্রা শূন্যের নীচে নেমে যাবে।কনকনে শীতে  বাসা থেকে বেরোলাম প্রবাসে জীবনের প্রথম কাজে যোগ দিতে। জীবনের প্রথম জব তার উপর রেস্ট্রুরেন্টে, তাই উদ্বিগ্ন ছিলাম। ট্রেন থেকে নেমে ২/৩ মিনিট পায়ে হাঁটা পথ অতিক্রম করে রেষ্টুরেন্টে এসে পৌছলাম। আসার পথে ভালো করে চোখ বুলিয়ে দেখলাম নিকটতম খাবারের দোকান কোথায় রয়েছে, কারণ  আমার কাজের সময় দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত। এই দীর্ঘ সময় নিশ্চয়ই ক্ষুধা পাবে এবং আমাকে কিছু খেতে হবে।  যখন রেষ্টুরেন্টে এসে পৌছালাম ম্যানেজার ( টেনচু) আমাকে বিনয়ের সাথে ভিতরে নিয়ে গেলেন এবং অন্যান্ন সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দিলেন। সাথে ছোটো একটা ইন্টারভিউ নিতে ভুল করলেন না। জানতে চাইলেন রেষ্টুরেন্টের কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে কিনা। যখন আমি তাকে জানালাম যে আজই আমি জীবনের প্রথম কাজে যোগ দিচ্ছি। এটা জেনে সে বিরক্ত হলেন কি-না তা বুঝলামনা।  একজন এসে আমার কাপড়ের সাইজ জেনে নিয়ে সেই অনুপাতে আমাকে আপাদমস্তক সাদা রঙের  কাজের পোশাক ও নীল রঙের টাই হাতে ধরিয়ে  দিয়ে কাপড় বদ...

ডরমেন্সি থেকে ফেরার সময় এডেনিয়ামের পরিচর্যা।

Image
ডরমেন্সি থেকে ফেরার পূর্বের পরিচর্যা !!  'ব্রেকফাস্ট ' যেমন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার তেমনি করে ডরমেন্সি থেকে ফিরে এডেনিয়ামের জন্যও মৌসুমের প্রথম খাবারটা খুবই গুরুত্বপূর্ণ।  আপনি যখন ঘুম থেকে উঠবেন, আপনার পেশী এবং মস্তিষ্ক তাদের সর্বোত্তমভাবে কাজ করতে পারেনা। আপনার শরীরের  রক্তে যে শর্করার প্রয়োজন তখন সাধারণত কম থাকে। সুষম নাস্তায়  মস্তিষ্ক পুনরায় এই ঘাটতি পূরণ করতে সহায়তা করে। যদি আপনার শরীর খাদ্য থেকে সেই জ্বালানি না পায়, তাহলে আপনি শারীরিক ও মানসিক শক্তি পাবেননা। সকালের নাস্তা আপনাকে দুগ্ধজাত খাবার, শস্য এবং ফলমূলের মতো স্বাস্থ্যকর খাবার থেকে কিছু ভিটামিন এবং পুষ্টি পাওয়ার সুযোগ পায়। আপনি যদি এটি না খান তবে আপনার শরীরের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি আপনি পাবেন না। এটা এখন বিজ্ঞান স্বীকৃত।  এডেনিয়ামের বেলায় ও তেমনি। এডেনিয়াম যখন ডরমেন্সিতে থাকে  তখন তার জ্বালের সুতোর মতো যে শেকড় ছিলো তা অনেকদিন নিস্ক্রিয় থাকায় বেশিরভাগই মরে যায়! তাই ঘুম ভেঙে উঠেই এডেনিয়াম তার ফিডি রুট ডেবলাপ করার জন্য মনোযোগী হয় যা তার শরীরবৃত্তীয় কাজের  প্রধান অংশ। এই শেকড়ের ...