এডেনিয়াম টিপস

আপনি যদি আপনার বাগানের জন্য একটা 'বর্ষপঞ্জি' করেনিন তাহলে আপনার বগান সবসময়ই আপনার সাথে কথা বলবে !! আপনার বাগানের সবকিছু যদি পরিকল্পনা মাফিক হয় তাহলে বাগানের গাছ থাকবে সুস্থসবল আর ফুলের গঠন ও কালার থাকবে আশাতীত সুন্দর।   তারমানে ডাল ছাটাই, মাটি বদল,উপরি সার প্রয়োগ, দানাদার কীটনাশক প্রয়োগ ইত্যাদি, আর বর্ষপঞ্জি' করার এখনই উপযুক্ত সময়।

Comments