Adenium
এডেনিয়াম (Adenium) যার অন্য নাম ডেজার্ট রোজ (Desert Rose) বা মরূগোলাপ, এর মূল উৎপত্তিস্থল সাব-সাহারান আফ্রিকান মরুভূমি (Sub-Saharan Africa) এবং আরব উপদ্বীপের (Arabian Peninsula) দক্ষিণাঞ্চল। এডেনিয়াম মূলত সাকুলেন্ট
এডেনিয়ামের ইতিহাস ও প্রজাতি
প্রজাতির ছোট একটি রুপ যা সর্বপ্রথম ১৭৫২ সালে কেনিয়া (Kenya) তে খুজে পাওয়া গিয়েছিল। প্রাগৈতিহাসিক কালে আফ্রিকার শিকারীরা এডেনিয়ামের নির্যাস/রস পশু-পাখি শিকার করার জন্য ব্যাবহার করত, কারণ এডেনিয়ামের রসে রয়েছে এক ধরনের বিষ (cardiac glycosides), যা কিনা শরীরের রক্তপ্রবাহে প্রবেশ করলে মারাত্নক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। যদিও এডেনিয়ামের আদিনিবাস মরূভূমি অঞ্চল, কিন্তু বর্তমানে পৃথিবীর সর্বত্র একে খুজে পাওয়া যায় এবং যেকোনো উষ্ণ এবং শুষ্ক আবহাওয়ায় খুব সহজেই উৎপাদন করা সম্ভব। ফুলের রঙের বৈচিত্রতা, অদ্ভুদ সুন্দর বনসাই (Bonsai) আকার এবং অতিমাত্রায় খরা সহনশীলতার কারণে বর্তমানে বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা ও চাহিদা ব্যাপক।
বন্য এডেনিয়ামের কতগুলো প্রজাতি আছে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতদ্বৈততা আছে। অনেকেই মনে করেন যে এডেনিয়ামের কেবলমাত্র একটি প্রজাতি এবং মুষ্টিমেয় কিছু উপ-প্রজাতি বা জাত রয়েছে। তারা মনে করেন যে বন্য এডেনিয়াম গুলো স্থান ভেদে নাটকীয়
ভাবে পরিবর্তিত হয়, যা কিনা দেখতে কখনো বাওবাব সদৃশ ছোট্ট গাছ আবার কখনোবা দেখতে টিউবের মত শিকড় থেকে উদ্ভুত ছোট ছোট ঝোপালো গাছ। আরেকটি দলের ট্যাক্সোনোমিক বিশেষজ্ঞরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে এডেনিয়ামের উপ-প্রজাতি গুলো ভিন্ন ভিন্ন প্রজাতি নির্দেশক এবং এগুলো পরবর্তিতে আরো বিভাজিত হয়ে ভিন্ন ভিন্ন নামে পরিচিতি পেয়েছে। নিচে এডেনিয়াম এর বিভিন্ন প্রজাতি গুলোরে একটি সম্পূর্ণ তালিকা দেওয়া হল যা ২০০৯ সালে Mark Dimmitt (Adenium: Sculptural Elegance, Floral Extravagance) এর প্রকাশিত বইটি থেকে নেওয়া হয়েছে :-
১। এডেনিয়াম অবেসাম (Adenium Obesum): সাব-সাহারান আফ্রিকার পশ্চিমে সেনেগাল (Senegal) এবং মৌরিতানিয়া (Mauritania) থেকে পূর্ববর্তী সুদান (Sudan) এবং কেনিয়া (Kenya) পর্যন্ত এর আদিনিবাস। এডেনিয়ামের এই প্রজাতিটি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি চাষ করা হয় এবং এডেনিয়ামের বিভিন্ন হাইব্রিড প্রজাতি গুলোর পূর্বপুরুষ হিসেবে ব্যাপকভাবে ব্যাবহৃত হয়। এটি এডেনিয়ামের একমাত্র প্রজাতি যা কিনা বিভিন্ন রঙ এবং আকৃতির (সিংগেল, ডাবল, মাল্টি পেটাল) ফুলের জন্য পৃথিবীব্যাপী অত্যন্ত সুপরিচিত, কাঙ্খিত এবং সহজল্ভ্য।
২। এডেনিয়াম মাল্টিফ্লোরাম (Adenium Multiflorum): এডেনিয়ামের এ প্রজাতিটি সাউথ আফ্রিকান এডেনিয়াম (South African Adenium) বা ইম্পালা লিলি (Impala Lily) বা কুডু লিলি (Kudu Lily) নামেও বেশ পরিচিত। জিম্বাবুয়ে (Zimbabwe), মোজাম্বিক (Mozambique), মালাউই (Malawi), দক্ষিণ-পূর্ব জাম্বিয়া (south-eastern Zambia), উত্তর-পূর্ব দক্ষিণ আফ্রিকা (north-eastern South Africa - Transvaal, Natal) এবং সোয়াজিল্যান্ডে (Swaziland) অ্যাডেনিয়াম মাল্টিফ্লারাম বিস্তৃত। এটি উচ্চতায় ০.৫-৩ মিটার পর্যন্তু হতে পারে। তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যখন শীতকালে এডেনিয়ামের অন্যান্য প্রজাতি গুলো নিষ্প্রাণ থাকে তখন এটি অনবরত ফুল ফোটাতে থাকে এবং ফুলগুলো দেখতে উজ্জ্বল সাদা, গোলাপী, লাল অথবা দুটি রঙের সংমিশ্রণ হয়।
৩। এডেনিয়াম সোয়াজিকাম (Adenium Swazicum): এটি এডেনিয়ামের দুষ্প্রাপ্য প্রজাতিগুলোর মধ্যে একটি যার উৎপত্তিস্থল সোয়াজিল্যান্ড (Swaziland) এবং পূর্ব-দক্ষিণ আফ্রিকার এমপুমালঙ্গা এবং উত্তর কোয়াজুলু-নাটাল (eastern South Africa - Mpumalanga and northern KwaZulu-Natal) এবং মোজাম্বিক (Mozambique) সংলগ্ন অঞ্চল। এটি এডেনিয়ামের খর্বাকার প্রজাতিগুলোর মধ্যে একটি এবং এর কডেক্স বেশ বড়, স্ফীত ও রসালো হয়ে থাকে। এটি উচ্চতায় ২০-৭০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এর ফুলগুলো একই রঙের হয়ে থাকে, সাধারণত ফ্যাকাশে থেকে গাঢ় গোলাপী কিংবা গোলাপী বেগুনি।
৪। এডেনিয়াম সোমালেনসি (Adenium Somalense): এডেনিয়াম সোমালেনসি, যাকে অনেক সময় এডেনিয়াম ক্রিসপাম (Adenium Crispum; Adenium somalense var. crispum) নামেও ডাকা হয়ে থাকে, এডেনিয়ামের একটি খর্বাকার, ধীর বর্ধনশীল প্রজাতি যা উচ্চতায় ১২ ইঞ্চি (৩০ সেঃমিঃ) পর্যন্ত হতে পারে। এর কডেক্স বেশ স্ফীত হয় এবং ফুলগুলো সাদা থেকে গোলাপী রঙের ও ফুলের পাপড়িগুলো বাঁকানো বা কুঁচকানো এবং গোলাপী বা লাল রঙের স্ট্রাইপযুক্ত। এর পাতাগুলো লম্বা এবং সরু, লালচে সবুজ রঙের এবং পাতার মধ্যবর্তী শিরা সাদা ও পার্শ্বশিরা সাদাটে রঙের হয়ে থাকে। এডেনিয়াম সোমালেনসি’র পূর্বপুরুষরা সোমালিয়া (Somalia) দক্ষিণ থেকে কেনিয়া (Kenya) এবং তানজানিয়া (Tanzania) পর্যন্ত বিস্তৃত ছিল।
৫। এডেনিয়াম ক্রিসপাম (Adenium Crispum): এডেনিয়াম ক্রিসপামকে যদিও কখনও কখনও এডেনিয়াম সোমালেনসি’র (Adenium Somalense) উপ-প্রজাতি হিসাবে উল্লেখ করা হয়, তবে সাম্প্রতিক গবেষণায় জানা যায় যে তারা বেশ আলাদা প্রজাতি। প্রকৃতিগতভাবে এ প্রজাতিটি পাওয়া যায় সোমালিয়া’র (Somalia) উপকূলবর্তী বালুময় মরূভূমিতে। এটি এডেনিয়ামের আরেকটি খর্বাকার উপ-প্রজাতি যার কান্ড বা কডেক্স মাটিরে নিচে বেশ স্ফীত হয়ে থাকে যা থেকে কিছু ডালপালা ও পাতা বের হয় এবং এটি সর্বোচ্চ ১ ফুট পর্যন্ত লম্বা হয়। এর ফুলগুলো অন্যান্য এডেনিয়াম থেকে বেশ ছোট, দেখতে লাল-সাদা স্ট্রাইপ এবং একসাথে অনেকগুলো ফুল ফুটে থাকে। এডেনিয়ামের এ প্রজাতিটি বনসাই আকৃতির জন্য বেশ বিখ্যাত।
৬। এডেনিয়াম ওলেইফোলিয়াম (Adenium Oleifolium): এটি এডেনিয়ামের আরেকটি খর্বাকার প্রজাতি যার রয়েছে স্ফীত ভুগর্ভস্থ কডেক্স এবং এটি লম্বায় ২ ফুট পর্যন্ত হতে পারে। এর পাতাগুলো জলপাই সবুজ রঙের, বেশ লম্বা ও সরু হয়ে থাকে এবং এর ফুল তুলনামূলকভাবে ছোট ও ফ্যাকাশে গোলাপী থেকে লাল রঙের হয়ে থাকে। এটি এডেনিয়ামের আরেকটি ধীর বর্ধনশীল ও দুষ্প্রাপ্য প্রজাতি যার উৎপত্তিস্থল দক্ষিণ বোটসওয়ানা’র (Botswana) কালাহারি মরুভূমি (Kalahari Desert) এবং উত্তর নামিবিয়া (Namibia) এবং দক্ষিণ আফ্রিকা (South Africa)।
৭। এডেনিয়াম এরাবিকাম (Adenium Arabicum): এর নাম অনুসারে এডেনিয়াম এরাবিকাম, আরব উপদ্বীপ বিশেষত সৌদি আরব (Saudi Arabia) এবং ইয়েমেন (Yemen) থেকে এসেছে। এরাবিকাম দেখতে অনেকটা এডনিয়াম অবেসাম এর মত হলেও এর কান্ড বা কডেক্স অনেক বড় এবং স্ফীত হয়ে থাকে। এটি উচ্চতায় প্রায় ১২ ফুট এবং প্রস্থে প্রায় ৩ ফুট এর মত হতে পারে। এর ফুলগুলো সাদা, গোলাপী, লাল অথবা লাল-সাদা বা গোলাপী-সাদা’র মিশ্রণ হয়ে থাকে। বর্তমানে এরাবিকামের অনেকগুলো হাইব্রিড উপ-প্রজাতি পাওয়া যায় এবং এডেনিয়াম অবেসাম এর পরে এটি হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় প্রজাতি।
৮। এডেনিয়াম সোকোট্রানাম (Adenium Socotranum): এডেনিয়ামের দূর্ল্ভ প্রজাতিগুলোর মধ্যে অন্যতম এডেনিয়াম সোকোট্রানাম যা আকৃতিগতভাবে ছোট-খাটো বাওবাব গাছের মত। এডেনিয়ামের সবচেয়ে বৃহদাকার এই প্রজাতিটি উচ্চতায় ১৫ ফুট এবং এর কান্ড বা কডেক্স প্রস্থে ৮ ফুট পর্যন্ত হতে পারে এবং এর ফুলগুলো হালকা থেকে গাঢ় গোলাপী রঙের যা ৫ মিঃমিঃ ব্যাস পর্যন্ত হতে পারে। এর আদিপুরুষদের একমাত্র উৎপত্তিস্থল আরব উপদ্বীপের দক্ষিণে এবং আফ্রিকার পূর্বদিকে ভারত মহাসাগরের বিচ্ছিন্ন সোকোট্রা (Socotra) দ্বীপ।
৯। এডেনিয়াম বোহেমিয়ানাম (Adenium Boehmianum): এডেনিয়াম বোহেমিয়ানাম সর্বাপেক্ষা পশ্চিমা প্রজাতি, যার আদিনিবাস উত্তর-পশ্চিম নামিবিয়া (Namibia) এবং দক্ষিণ অ্যাঙ্গোলা (Angola)। এটি একটি অদ্ভুত ধীরবর্ধক প্রজাতি যার কান্ড বা কডেক্স রূপালী রঙের, পাতাগুলো চকচকে ও প্রায় ৬ ইঞ্চি লম্বা এবং ফুলগুলো সাধারণত একই রকম ফ্যাকাশে গোলাপী-বেগুনি রঙের হয়।
১০। এডেনিয়াম ধোফারেন্সি (Adenium Dhofarense): উৎপত্তিগতভাবে এডেনিয়াম ধোফারেন্সি আরব উপদ্বীপের ধোফার উপকূল ওমান (Oman) এবং ইয়েমেনের (Yemen) পাহাড় সংলগ্ন অঞ্চলের স্থানীয়। এটি দেখতে ঝোপালো ও খর্বাকার বাওবাব গাছের মত যা উচ্চতায় ৩ ফুট পর্যন্ত হতে পারে। এর পাতাগুলো চকচকে ও আকারে বড় এবং ফুলগুলো সাধারণত আকারে খুবই ছোট ও গোলাপী রঙের হয়ে থাকে।
তথ্যসূত্রঃ
১। Adenium: Sculptural Elegance, Floral Extravagance by Mark Dimmitt, Gene Joseph, David Palzkill (2009)
২। Desert Rose, Adenium obesum. A Horticulture Information article from the Wisconsin Master Gardener website (posted 8 Feb 2013)
৩। http://www.llifle.com/Encyclopedia/SUCCULENTS/
৪। https://worldofsucculents.com
Comments
Post a Comment