এডেনিয়াম (Adenium) যার অন্য নাম ডেজার্ট রোজ (Desert Rose) বা মরূগোলাপ, এর মূল উৎপত্তিস্থল সাব-সাহারান আফ্রিকান মরুভূমি (Sub-Saharan Africa) এবং আরব উপদ্বীপের (Arabian Peninsula) দক্ষিণাঞ্চল। এডেনিয়াম মূলত সাকুলেন্ট এডেনিয়ামের ইতিহাস ও প্রজাতি প্রজাতির ছোট একটি রুপ যা সর্বপ্রথম ১৭৫২ সালে কেনিয়া (Kenya) তে খুজে পাওয়া গিয়েছিল। প্রাগৈতিহাসিক কালে আফ্রিকার শিকারীরা এডেনিয়ামের নির্যাস/রস পশু-পাখি শিকার করার জন্য ব্যাবহার করত, কারণ এডেনিয়ামের রসে রয়েছে এক ধরনের বিষ (cardiac glycosides), যা কিনা শরীরের রক্তপ্রবাহে প্রবেশ করলে মারাত্নক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। যদিও এডেনিয়ামের আদিনিবাস মরূভূমি অঞ্চল, কিন্তু বর্তমানে পৃথিবীর সর্বত্র একে খুজে পাওয়া যায় এবং যেকোনো উষ্ণ এবং শুষ্ক আবহাওয়ায় খুব সহজেই উৎপাদন করা সম্ভব। ফুলের রঙের বৈচিত্রতা, অদ্ভুদ সুন্দর বনসাই (Bonsai) আকার এবং অতিমাত্রায় খরা সহনশীলতার কারণে বর্তমানে বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা ও চাহিদা ব্যাপক। বন্য এডেনিয়ামের কতগুলো প্রজাতি আছে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতদ্বৈততা আছে। অনেকেই মনে করেন যে এডেনিয়ামের কেবলমাত্র একটি...