Posts

Showing posts from May, 2023

উদ্ভিদ জগতের বকচ্ছপ বা কিমেরা (ভেরিগেটেড গাছ)

Image
ইদানিং বেশ কিছুদিন ধরে দেখছি ভেরিগেটেড গাছের খুব চাহিদা।এই ভেরিগেটেড সম্পর্কে আলোচনার জন্যই এ প্রবন্ধের অবতারনা। ছেলেবেলায় শুনেছি অগ্নি উদ্গীরণকারী প্রাণী কিমেরা-র গল্প। গ্রীক পুরাণের এক দানব প্রানী এই কিমেরা যার মুখ সিংহের, দেহ ছাগলের আর লেজ সাপের মতো। ছেলেবেলায় সুকমার রায় এর 'আবোল তাবোল' হাতে পেতেই পড়ে ফেললাম বকচ্ছপ,হাতিমি ও অন্যান্য অদ্ভুত প্রাণিদের কথা। ট্যাঁশ্ গরু গরু নয়, আসলেতে পাখি সে; যার খুশি দেখে এস হারুদের আফিসে। চোখ দুটি ঢুলু ঢুলু, মুখখান মস্ত, ফিট্‌ফাট্ কালোচুলে টেরিকাটা চোস্ত। তিন-বাঁকা শিং তার ল্যাজখানি প্যাঁচান- একটুকু ছোঁও যদি, বাপরে কি চ্যাঁচান! লট্খটে হাড়গোড় খট্‌খট্ ন'ড়ে যায়, ধম্‌কালে ল্যাগ্‌ব্যাগ চমকিয়ে প'ড়ে যায়। বর্ণিতে রূপ গুণ সাধ্য কি কবিতার, চেহারার কি বাহার- ঐ দেখ ছবি তার। ট্যাঁশ্ গরু খাবি খায় ঠ্যাস্ দিয়ে দেয়ালে, মাঝে মাঝে কেঁদে ফেলে না জানি কি খেয়ালে ; মাঝে মাঝে তেড়ে ওঠে, মাঝে মাঝে রেগে যায়, মাঝে মাঝে কুপোকাৎ দাঁতে দাঁত লেগে যায়। খায় না সে দানাপানি- ঘাস পাতা বিচালি খায় না সে ছোলা ছাতু ময়দা কি পিঠালি; রুচি নাই আমিষেতে, রুচি নাই...